ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। এ অবস্থায় ইন্দোনেশিয়ার মুসলিমরা ৩০টি রোজা পূর্ণ করবেন।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “সরকার সিদ্ধান্ত নিয়েছে যে হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ হবে আগামী সোমবার, ৩১ মার্চ। শনিবার জাকার্তায় ধর্ম মন্ত্রণালয়ের ভবনে ইসবাত (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।”

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৩০ মার্চ) ইন্দোনেশিয়ার মানুষ আরও একদিন রোজা পালন করবেন।

বাংলাদেশে রোববার চাঁদ দেখা কমিটির বৈঠক
এদিকে, বাংলাদেশে রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। চাঁদ দেখা গেলে সোমবার ঈদ উদযাপিত হবে, অন্যথায় বাংলাদেশেও ৩০ রোজা পূর্ণ করে মঙ্গলবার ঈদুল ফিতর পালন করা হবে।


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি